বহু শতাব্দী পথ হাঁটছি আমি। সুজন, কুজন, বিজন পথ পাড়ি দিয়েছি -শুধু কিছু নিঃস্বার্থ মানুষের আশায়। কিন্তু কী দুর্ভাগ্য আমার যেখানেই যাই শুধু স্বার্থের সব বাহারি রাস্তাই দেখেছি। যে পথ দিয়ে আমার হাঁটা আদৌ সম্ভব ছিলনা। অগত্যা পথ যখন পাল্টালাম তখন আমার জীবনই সন্ধ্যা নেমে এলো। তবুও পথ আর পাল্টালামনা। জীবন সায়াহ্নে এসে যে পথে আছি তাতে ঢের বেশি কষ্ট তবুও এজীবনের আনন্দ ভোলার নয়। এখানে চোরাপথে হারিয়ে যাওয়ার ভয় নেই, এখানে আছে সৎভাবে জীবন পাড়ি দেয়ার এক অনাবিল সুখ। জীবনের সবসুখ হয়ত এখানে পাওয়া খুবই দুষ্কর তবে পারলৌকিক মুক্তির ঠিকানা এপথেই আছে তাই এই পথ একটু বন্ধুর হলেও জীবনের ডাক এখানে বড়বেশি মায়াবি। এপথে অঢেল বৈষয়িক সুখ না থাকলেও আছে মন ভালো থাকার মত রাশিরাশি সুখ। তবে এপথে আপনি সারাজীবন চললেও আপনার
জীবনখাতাটা শূন্যই রয়ে যাবে আপনি যা পাবেন তা আপনাকে নিয়তি একটি নির্দিষ্ট পথে নিয়ে যাওয়ার পর। তাই আসুন অতিসজ্জা ত্যাগ করি সৃষ্টিকর্তার নির্ধারিত পথেই পথ চলি। তবেই সমাজ হবে আরো সুন্দর এবং কুলষমুক্ত। আজ আমরা যারা সবসময় অপরের অনিষ্ঠ চিন্তায় সর্বদা মগ্ন থাকি কিছুদিন তাদের পাপবোধ তাদেরকে কুঁড়েকুঁড়ে খাবে তাদের কেউ শাস্তি দিতে হবে। আমাদের সবার মনে রাখা উচিত আমরা যাই করছি তার সবকিছুই অন্তর্যামি দেখছেন। সুতরাং সাবধানে পথ চলুন সৃষ্টিকর্তাকে বেশিবেশি স্মরণ করুন।