ডিসেম্বরের ষোল তারিখ
সেই বিজয়ের দিন,
বীর বাঙালির মনের কোণে
আজও অমলিন।
যুদ্ধে নামে কামার-কুমোর
ছাত্র কৃষক কুলি,
ভয় করেনি হানাদারের
গ্রেনেড, কামান, গুলি।
দস্যি খোকা যুদ্ধে নামে
বইপত্তর ফেলে,
স্বপ্নগুলো ভেসে বেড়ায়
রঙিন ডানা মেলে।
নয়টি মাসের জনযুদ্ধে
যায় পালিয়ে দানো,
মুক্তিসেনার সেই কাহিনি
তোমরা সবাই জানো।
আজ বিজয়ের এমন দিনে
তিরিশ লক্ষ প্রাণ,
চেয়ে আছে থাকবে দেশে
স্বাধীনতার মান।
এসো এসো আমরা তাদের
স্বপ্ন পূরণ করি,
ভালোবাসায় নতুন করে
প্রিয় স্বদেশ গড়ি।