লাল সবুজের অই পতাকা
ভাই হারানো স্মৃতি
সেই পতাকা খোকার হাতে
সুখ ছড়ানো প্রীতি।
স্বপ্ন ভরা আলোর দোরে
উড়ায় রঙিন ঘুড়ি
শিকল ভেঙ্গে মুক্ত হয়ে
আকাশ নীলে উড়ি।
সাগর জলের স্রোতের টানে
ভাসছে পালের নাও
হাসি গানে জড়িয়ে আছে
আমার সোনার গাও।
পূব আকাশে সূর্য ডুবা
রক্ত রবি ভাসে
মিশে আছে ওরা সকল
সবুজ ঘাসে ঘাসে।