হাটহাজারীতে পাহাড় কাটার অপরাধে স্কেভেটর ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের পশ্চিমে এমএম আগা লি.-এর উত্তর পাশে লাগানো টিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন বলেন, “পাহাড় কর্তন করার সংবাদ অবহিত হয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পাই দুস্কৃতকারীরা পাহাড় কেটে সেই কাটা অংশে কলা গাছ এমনভাবে রোপন করেছে যাতে পাহাড়ের কাটা অংশ বুঝতে না পারা যায়। ভ্রাম্যমাণ আদালতকে দেখতে পেয়ে স্কেভেটর রেখে চালক পালিয়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে স্কেভেটরটি ধ্বংস করা হয়।”
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান গণমাধ্যমকে।