কক্সবাজারের টেকনাফের হ্নীলা মৌচনী সীমান্তে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের মৌচনী লবণ মাঠ এলাকা থেকে এই সব ইয়াবা উদ্ধার করা হয়।
আজ রবিবার (২০ ডিসেম্বর) বিকালে এই বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান।
তিনি জানান, শনিবার রাতে হ্নীলা ইউনিয়নের লেদা বিওপির দায়িত্বপূর্ণ মৌচনী লবণ মাঠ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে এমন সংবাদে লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল সেখানের লবণ মাঠ ও বেড়িবাধে কৌশলে অবস্থান নেয়।
এর কিছুক্ষণ পর সেখানকার ছু্রিখালের লবণ মাঠ এলাকা দিয়ে দুইজন লোক দু’টি বস্তা কাঁধে নিয়ে মৌচনী গ্রামের দিকে আসতে দেখা যায়।
বিজিবি নাইট ভিশন ডিভাইস দ্বারা ঐ দু’জনকে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে দ্রুত এগিয়ে যায়। দুষ্কৃতকারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে দিয়ে কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত দৌড়ে মৌচনী গ্রামের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সেখানে পৌঁছে তল্লাশি চালিয়ে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া দু’টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। পরে উদ্ধার প্লাস্টিকের বস্তা থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ৫০ লক্ষ টাকা বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান।
তিনি আরো জানান, উদ্ধার ইয়াবা কারবারীদের আটকের বিষয়ে অভিযান পরিচালনা করা হলেও কোনো পাচারকারী ও সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে ইয়াবা পাচারকারীদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
উদ্ধার ইয়াবাসমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা শেষে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কমীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান তিনি।