ভালোবাসা নয়, ভালো রাখা

তারিফা হায়দার | রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:১৯ পূর্বাহ্ণ

ভালোবাসতে এসো না আর-
অত সহজ নয় ভালোবাসা
যতটা সহজে বলা হয়।
ভালোবাসতে গেলে কখনও আকাশ হতে হয়
রংধনুর রঙে হৃদয়টা রাঙাতে হয়।
ভালোবাসতে গেলে নদীর মত শান্ত হতে হয়
বুকের ভেতর গভীরতা থাকতে হয়।
ভালোবাসা শিশিরের মত স্বচ্ছ
ফুলের মত নিষ্পাপ
জোছনার মত নিষ্কলঙ্ক।
ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয় না।
হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে হয় না,
ফেসবুকের স্ট্যাটাস এ হয় না।
ভালোবাসা একটা অপেক্ষার নাম-
ভালোবাসা একটা অনুভূতির নাম।
রঙচটা মুখোশ পরে ভালোবাসি বললেই
অভিনয় ধরা পড়ে যায়।
ভালোবাসতে এসো না আর।
ভালোরাখতে এসো,
ভালোরাখতে কোন রসদ লাগবে না তোমার।
নিতান্তই জীর্ণশীর্ণ জীবন
তবু ভালো রাখাটাই জরুরি
ভালোবাসা নয়।

পূর্ববর্তী নিবন্ধশহরতলির গোলচত্বরে
পরবর্তী নিবন্ধআবার যদি জন্মাই