বিজয় হলো, মাতৃভূমি
প্রভাত পাখির গান,
বিজয় হলো, সবুজ শ্যামল
আর সোনালী ধান।
বিজয় হলো, মাঠের ফসল
চাষির মুখের হাসি,
বিজয় হলো, দক্ষিণ বায়ু
রাখালেরই বাঁশি।
বিজয় হলো, পুস্প কানন
হাজার রঙের ফুল,
বিজয় হলো, বোনের খোঁপা
মায়ের স্নেহের কোল।
বিজয় হলো, রক্তে মাখা
সবুজের নিশান,
বিজয় হলো, তরঙ্গিনী
ভাটিয়ালি গান।
বিজয় হলো, চাঁদের হাসি
জোছনা ভরা রাত,
বিজয় হলো, রক্তিম ভানু
মিষ্টি ভোর প্রভাত।