বিজয়

শ্রীধর দত্ত | রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:১৫ পূর্বাহ্ণ

বিজয় মানে
মাঠে কৃষকের ঘাম ঝরা মুখে একটু হাসি,
কৃষাণীর উঠোনে মুক্তমনে সব কাজ করা।
মুক্ত আকাশে পাখি উড়ে আনন্দে আত্মহারা।

বিজয় মানে
জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত।
রক্তের দামে কেনা একটি ভূখণ্ড বাংলাদেশ।
বিশ্বের বুকে লাল সবুজের একটি পতাকা।

বিজয় মানে
আমার ভাষা আমার কৃষ্টি, সংস্কৃতি,
বাঙালির হাজার বছরের লালিত স্বপ্ন।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

পূর্ববর্তী নিবন্ধ৩৫ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল ফটিকছড়ি পৌরসভা
পরবর্তী নিবন্ধবিজয় হলো