সীতাকুণ্ডে ৫৪ জন বীর মুক্তিযোদ্ধার বৈধতা যাচাইয়ে সাক্ষাৎকার নেয়া হবে আজ। বিষয়টি নিশ্চিত করেছেন এ সংক্রান্ত কমিটির সদস্য সচিব ইউএনও মিল্টন রায়। কমিটির অন্য সদস্যরা হলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) প্রেরিত প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি ও স্থানীয় সংসদ সদস্যের একজন প্রতিনিধি। উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে মোট বীর মুক্তিযোদ্ধা ৭১০ জন। এর মধ্যে এমআইএস তালিকাভুক্ত ৫৯১ জন নিয়মিত ভাতা পাচ্ছেন। জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্রের ত্রুটি থাকায় বাকি ১১৯ জনের ভাতা বন্ধ রয়েছে। সূত্র জানায়, যাচাইয়ের জন্য পাঠানো তালিকায় যাদের নাম রয়েছে তাদের মুক্তিযোদ্ধা গ্যাজেটে অন্তর্ভুক্তিতে জামুকার অনুমোদন ছিল না। এজন্য আজ তাদের যুদ্ধকালীন তিনজন সহযোদ্ধাকে হাজির করতে বলা হয়েছে। একইসঙ্গে নিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র।
তালিকায় থাকা ফসিউল আলম জানান, দেশ স্বাধীনের কয়েকবছর পর তিনি বিদেশে চলে যান। ৫৪ জনের তালিকায় নাম আসায় তিনি বিষ্ময় প্রকাশ করেন। তার যুদ্ধকালীন কমান্ডার জীবিত আছেন। আজ তাকে নিয়ে হাজির হবেন কমিটির কাছে। ইউএনও মিল্টন রায় বলেন, তালিকার বেশিরভাগের মুক্তিযোদ্ধার নাম হয় লাল মুক্তিবার্তায়, না হয় ভারতীয় তালিকায় রয়েছে। খুব অল্প সংখ্যক মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকতে পারে। তাদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।