আলাওল পাবলিক হল কবির স্মৃতি ধরে রাখতে সাহায্য করবে

ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এম এ সালাম

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৪১ অপরাহ্ণ

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, মহা কবি আলাওলের অবদান বাংলাদেশের সমাজ সাহিত্যে অপরিসীম। তার স্মৃতি বাংলার মাটিতে চির জাগরুক রাখতে হবে। বিশেষ করে কবির অবদানের ব্যাপারে ধারণা প্রদান করতে হাটহাজারীতে স্থাপিত কবি আলাওল পাবলিক হল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি গতকাল শুক্রবার কবি আলাওল পাবলিক হলের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌরসভা সদরে পাবলিক হলের জন্য নির্ধারিত চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কবি আলাওল পাবলিক হল নির্মাণ ও বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাঈনুদ্দীন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির কর্মকর্তা ডা. গোবিন্দ প্রসাদ মহাজন, কাজী মাসুকুর রহমান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক (অব.) মো. সোলায়মান চৌধুরী, দিদারুল আলম বাবুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক মো. আজম উদ্দীন।
প্রসঙ্গত, হাটহাজারীর শিক্ষা, সাংস্কৃতি, বিনোদনের লক্ষ্যে সাত তলা বিশিষ্ট এ হল নির্মিত হচ্ছে। এ হলে মুক্তিযোদ্ধা ও সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম এম এ ওহাবের নামে একটি মিলনায়তন ও পাঠাগার স্থাপন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৫৪ মুক্তিযোদ্ধার বৈধতা যাচাই আজ
পরবর্তী নিবন্ধসরকার দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে