বাঙালি জাতির জীবনে সবচেয়ে আলোকিত অধ্যায় মহান মুক্তিযুদ্ধ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযোদ্ধাদের এই আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে রয়েছে। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপী অনলাইন বাংলা বইমেলার গতকাল সোমবার ১৪ তম দিনে ‘মুক্তিযুদ্ধের সাহিত্য ও শহীদ পরিবারের ত্যাগ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চরম দুঃসহ দিনগুলোতে পাকিস্তানি হানাদারবাহিনী ও তাদের দোসর এদেশীয় রাজাকার, আল-বদর, আল-শামস বাংলার নিরীহ লোকজনকে নির্মমভাবে হত্যা করেছে। বাঙালির এই ত্যাগের ফলে আজ আমরা স্বাধীন জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারছি। মুক্তিযুদ্ধে শহীদদের এই আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শহীদ পরিবারের সন্তান প্রাবন্ধিক নেছার আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন শহীদ শেখ মোজাফফর আহমদের সন্তান কবি ও অনুবাদক খুরশীদ আনোয়ার। আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সন্তান প্রাবন্ধিক গল্পকার বিচিত্রা সেন। স্বাগত বক্তব্য দেন সংগঠক মুহাম্মদ মহসীন চৌধুরী, ধন্যবাদ বক্তব্য দেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ।
প্রাবন্ধিক-অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় সেমিনারে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন গল্পকার সাংবাদিক বিপুল বড়ুয়া, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, অধ্যাপক বাসুদেব খান্তগীর, কবি সাংবাদিক আবুল কালাম বেলাল, শিশুসাহিত্যিক ইসমাইল জসীম, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, লেখক সাংবাদিক আরিফ রায়হান, সংগঠক এম কামাল উদ্দিন, সোহেল আসগর, অনুবাদক ফারজানা রহমান শিমু, সৈয়দা সেলিমা আক্তার, লেখক শিপ্রা দাশ, রফিক আহমদ খান, মুহাম্মদ মুজিবুর রহমান, কায়কোবাদ চৌধুরী, অভিলাষ মাহমুদ প্রমুখ।
আজকের অনুষ্ঠান : অনলাইন বাংলা বইমেলার আজ রোববার ১৫তম দিনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে দক্ষিণ ‘এশিয়ায় কবিতা চর্চা শীর্ষক সেমিনার। খবর বিজ্ঞপ্তির।