প্রায়শ্চিত্ত

মেহেরুন্নেছা মেরী | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৩৩ পূর্বাহ্ণ

একটি কবিতা লেখা যেত,
যে কবিতার প্রতিটি শব্দে থাকত
দেশপ্রেম, দেশ গড়ার স্বপ্ন।
ঘাতকের বুলেটের আঘাতে জন্ম নিল
কিছু অগোছালো শব্দ।
সেই অগোছালো, বিচ্ছিন্ন শব্দ আজ
জাতিকে ধিক্কার জানায়।
যে জাতি পিতার পরিচয় দিতে জানে না,
যে জাতি পিতার মূল্য দিতে জানে না,
সে জাতির কাছে দেশপ্রেম শুধুই একটি শব্দ।
যে শব্দ সযতনে লুকানো থাকে অভিধানে।
আজও আমার বুকের ভিতর রক্তক্ষরণ হয়,
দেহের প্রতিটি শিরা- উপশিরায় ধ্বনিত হয়
সেই অস্ফুট শব্দ,
জাগো বাঙালি, জাগো।
জাতির পিতার স্বপ্ন পূরণে এগিয়ে চল।
যে স্বপ্নে ছিল একটি সোনার বাংলা,
যে সোনার বাংলার মাঠে খেলা করে কৃষকের হাসি,
দুরন্ত কিশোরীর অবাধ বিচরণ
এসো, আজ সেই সোনার বাংলা গড়ি।
বুকের ভিতরে লালিত আছে যে পাপ
এসো, আজ সেই পাপের প্রায়শ্চিত্ত করি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা
পরবর্তী নিবন্ধবিনিময় দিওনা, মনে রেখো