বিজয় দিবসের কবিতা

সাজিয়া ইসলাম দিবা | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৩২ পূর্বাহ্ণ

অনেক সংগ্রাম আর ত্যাগ শেষে পেলাম কাঙ্ক্ষিত জয়,
ফুটলো হাসি সবার মুখে কেটে গেলো যেন সকল ভয়,
৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে পেলাম আমরা স্বাধীনতা,
সাড়ে ছাপান্ন হাজার বর্গমাইল আর লাল সবুজ পতাকা,
বাঁধ ভাঙা আনন্দের জোয়ারে সকলে ভাসলো,
সকল আঁধার শেষে আবার রক্ত লাল সূর্য উঠলো।

স্মরণ করিয়ে দেয় মহান বিজয় দিবস আমাদের অহংকার,
সবাই মিলে গড়বো স্বদেশ এই হোক সবার অঙ্গীকার…।

পূর্ববর্তী নিবন্ধভ্যাকসিন বেচে এক বছরে আয় হবে ৩,২০০ কোটি ডলার
পরবর্তী নিবন্ধষোলই ডিসেম্বর