যুক্তরাজ্যজুড়ে শুরু হওয়া বিস্তৃত টিকাদান কর্মসূচিতে ট্রায়ালের বাইরে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ফাইজারের কোভিড-১৯ টিকা নিয়েছেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। আগামী সপ্তাহে ৯১ তে পা দিতে যাওয়া মার্গারেট কিনান টিকা নেওয়ার পর একে ‘জন্মদিনের সেরা অগ্রিম উপহার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন গ্রহণ করতে পেরে আমার নিজেকে বিশেষ কেউ মনে হচ্ছে। এক খবরে বলা হয়, এক মার্গারেট (থ্যাচার) নজির গড়েছিলেন ইউরোপের কোনও দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়ে, আর এক মার্গারেট (কিনান) নজির গড়লেন বিশ্বে প্রথম করোনা টিকা নিয়ে। দ্বিতীয় টিকাটি যাকে দেওয়া হয় তিনি ৮১ বছর বয়স্ক এক বৃদ্ধ। নাম উইলিয়াম শেঙপিয়র।
গতকাল মঙ্গলবার গ্রিনিচ মান সময় ৬টা ৩১ মিনিটে তাকে মধ্য ইংল্যান্ডের কভেন্ট্রির ইউনিভার্সিটি হাসপাতালে ইঞ্জেকশনের মাধ্যমে ফাইজার-বায়োএনটেক টিকাটি দেওয়া হয়। কিনানকে টিকাটি প্রয়োগ করেন নার্স মে পারসনস। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফাইজার-বায়োএনটেকের যে ৮ লাখ ডোজ দেওয়া হবে, কিনানকে দিয়েই তার যাত্রা শুরু হল। চলতি মাসের মধ্যে দেশটিতে আরও ৪০ লাখ ডোজ টিকা দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম বলছে, বেলজিয়াম থেকে ইউরো টানেল হয়ে ব্রিটেনে এসে পৌঁছায় ফাইজারের টিকা। কয়েকটি ট্রাকে করে এগুলো ব্রিটেনে আনা হয়েছে। সে সময় এগুলোর গায়ে কিছু লেখা ছিল না। এরপর ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের কিছু গোপন স্টোরেজে পাঠানো হয়।
সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সুরক্ষা এবং জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে যুক্তরাজ্যে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচিতে ৮০ ঊর্ধ্ব ব্যক্তি ও স্বাস্থ্যসেবা কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। যুক্তরাজ্যেই প্রথম ফাইজারের কোভিড-১৯ টিকার বিস্তৃত প্রয়োগ শুরু হল। গত সপ্তাহে দেশটির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ টিকাটি ব্যবহারে অনুমতি দিয়েছিল। এদিকে অপর এক খবরে বলা হয়েছে, মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মানির বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ডিসেম্বরেই পেতে যাচ্ছে কানাডা। সোমবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডা জানিয়েছেন, এই মাসে তাদেরকে টিকার প্রথম চালান পাঠানো হবে। ডিসেম্বর মাসেই ফাইজার ২ লাখ ৪৯ হাজার ডোজ টিকা সরবরাহ করবে। আরও লাখ লাখ ডোজ ২০২১ সালের মধ্যে আসতে থাকবে।