ভারতজুড়ে সর্বাত্মক বন্‌ধ

কৃষক নেতার হুমকি : প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে চলবে ট্রাক্টর

| বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১১:০১ পূর্বাহ্ণ

বিজেপি নেতৃত্বাধীন সরকারের করা বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলসহ বেশ কিছু দাবিতে ভারতজুড়ে কৃষকদের ডাকে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে। কৃষক সংগঠনগুলোর পাশাপাশি কংগ্রেস, বিভিন্ন বামপন্থী দল, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিসহ অনেকেই গতকাল মঙ্গলবারের এই ‘ভারত বনধ’-এ সমর্থন জানিয়ে মাঠে নেমেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও বনধে যোগ দেওয়ার কথা ছিল; কিন্তু সোমবার থেকেই তাকে তার বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে থাকলেও নতুন নতুন পথে প্রতিবাদ জোরালো করতে চাইছেন কৃষকরা। তারই এক বিশাল রূপ দেখা যাবে ২৬ জানুয়ারি। সেদিন ভারতের প্রজাতন্ত্র দিবস। কৃষক নেতা, ভারতীয় কিসান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকায়েত জানালেন, ‘এতদিন ২৬ জানুয়ারির দিন দিল্লির মসৃণ রাজপথে অন্য সব গাড়ি চলেছে। এ বার ট্রাক্টর চলবে। শুধু মাঠে ঘাটে কেন চলবে ট্রাক্টর, সেখানেও চলতে পারে।’

পূর্ববর্তী নিবন্ধইরানি সাংবাদিক রুহুল্লার ফাঁসির আদেশ সুপ্রিম কোর্টে বহাল
পরবর্তী নিবন্ধপ্রথম করোনা টিকা নিয়ে ইতিহাস গড়লেন ব্রিটেনের বৃদ্ধা