আট দফা দাবিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ সকল বিভাগে স্মারকলিপি প্রেরণ করেছে চট্টগ্রাম বন্দর ওয়াচম্যান সমন্বয় পরিষদ। গত ৬ ডিসেম্বর এই দাবিনামা প্রেরণ করা হয়। দাবিগুলো হলো- শ্রম শাখায় চাকরি অন্তর্ভুক্তকরণ, দেশি-বিদেশী সকল জাহাজে বাধ্যতামূলক ওয়াচম্যান নিয়োগ, জাহাজে ওয়াচম্যানদের খাবার বাবদ ভাতা প্রদান, দুই ঈদের ওয়াচম্যান নীতিমালা অনুযায়ী প্রদান, প্রত্যেক ওয়াচম্যানকে কল্যাণ তহবিলের হিসাব সহ সার্ভিস বুক প্রদান এবং উক্ত তহবিল এফডিআর করণ, ওয়াচম্যানদের ইউনিফর্ম, ধোলাই ভাতা ও কল্যাণ তহবিল হতে সর্বনিম্ন ২০ হাজার ও সর্বোচ্চ ৪০ হাজার টাকা ঋণ প্রদান, কর্মরত ওয়াচম্যান অসুস্থ হলে সুচিকিৎসার ব্যবস্থা করা এবং জীবন বীমার আওতাভুক্ত করা, মৃত্যুবরণকারীদের পোষ্য নিয়োগসহ সার্ভিস বেনিফিট ৩০ দিনের মধ্যে প্রদানের ব্যবস্থা করা। নেতৃবৃন্দ উক্ত দাবিনামা আদায়ে আগামী ১০ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।