নগরীর ইপিজেড এলাকা থেকে নিখোঁজের ৪৮ দিন পর নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুমাইয়া জাহানকে ঢাকার গুলশান থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে সুমাইয়াকে অপহরণে জড়িত থাকার অভিযোগে মো. রেজাউল করিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া আজাদীকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার গুলশানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় ও আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গত ১৯ অক্টোবর সুমাইয়া প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হন। এ ঘটনার একদিন পর ২১ অক্টোবর তার বাবা মো. জয়নাল আবেদীন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তার ১৭ বছরের মেয়েকে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যান মো. রেজাউল করিম। ঘটনার পরপর রেজাউলের সহযোগী মো. কায়ছারকে গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার ঢাকা থেকে সুমাইয়াকে উদ্ধার ও মো. রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পরবর্তী রেজাউলকে আদালতে পাঠানো হয়েছে।