রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি। এর প্রবেশমুখে আছে ইতিহাস-ঐতিহ্যের নীরব সাক্ষী ১২১ বছরের পুরনো ইঞ্জিন। এটি প্রথম বাষ্পচালিত ইঞ্জিন বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের সংশ্লিষ্ট প্রকৌশলীরা। আসাম বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর ছিল সিআরবি। ওই সময়কার ইঞ্জিনটি আজও গৌরবে দাঁড়িয়ে আছে সিআরবির প্রবেশমুখে। রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, ১৮৯৯ সালে তৈরি বাষ্পীয় ইঞ্জিনের মডেল এখানে স্থাপন করা হয়। এখন বিজয়ের মাস। মহান বিজয় দিবসকে সামনে রেখে ঐতিহাসিক এই ইঞ্জিনটি রং করা হচ্ছে। বিজয় দিবস উপলক্ষে ইঞ্জিনসহ আশেপাশের এলাকা নান্দনিক সাজে সাজছে। গতকাল সরেজমিনে সিআরবিতে গিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ের সামনে সংরক্ষিত প্রথম বাষ্পচালিত ইঞ্জিনটি রং করতে দেখা যায়। এ সময় কথা হয় রঙমিস্ত্রি আবুল কাশেম ও মো. শাকিলের সাথে। তারা জানান, বিজয় দিবস উপলক্ষে রেলের কর্মকর্তারা ইঞ্জিনটি রং করতে দিয়েছেন। খুবই সতর্কতার সাথে কাজ করছেন তারা। ইঞ্জিনটির পুরনো মডেলের আদলে যে অংশে যে রং আছে সেই অংশে সে রকম রং করছেন বলে জানান তারা।
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এফ এম মহিউদ্দিন আজাদীকে জানান, মহান বিজয় দিবসকে সামনে রেখে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী রেলওয়ের ঐতিহাসিক ইঞ্জিনসহ আশেপাশের এলাকায় সাজসজ্জা চলছে।