পৌর নির্বাচনের মেয়র প্রার্থী বাছাইয়ে তৃণমূলের নেতাকর্মীদের সাথে বসছে দক্ষিণ জেলা আওয়ামীলীগ। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আজ পটিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সাথে বসতে যাচ্ছে দক্ষিণ জেলা আওয়ামীলীগ। অপরদিকে আগামীকাল সকালে প্রথমে বসবে চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সাথে। বেলা ১২টায় বসবে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের সাথে এবং বিকাল ৩টায় বসবে বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের সাথে।
জানা গেছে, সংশ্লিষ্ট উপজেলা এবং পৌরসভা আওয়ামীলীগের নেতাদের সাথে বসে মেয়র প্রার্থী নিয়ে তাদের মতামত জানতে চাইবেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা।
এই ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজাদীকে জানান, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যেসব পৌরসভাগুলোতে নির্বাচন হবে সেই উপজেলা এবং পৌরসভা আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীদের সাথে আলাপ-আলোচনা করবো। তাদের যুক্তি সঙ্গত মতামতের ভিত্তিতে আমরা পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত দেবো।
চট্টগ্রামের পৌরসভাগুলোতে খবর নিয়ে জানা গেছে, আওয়ামীলীগের একাধিক মেয়র প্রার্থী মাঠে নেমে পড়েছেন। একেকটি পৌরসভায় ৩জন থেকে সবোর্চ্চ ১৬ জন পর্যন্ত মেয়র প্রার্থী নিজেদের জানান দিয়েছেন।
উল্লেখ্য, ইতোমধ্যে নির্বাচন কমিশন দুই দফা তফসিল ঘোষনা করেছেন। প্রথম দফায় ২৮ ডিসেম্বর সীতাকুন্ড পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় দফায় ১৬ জানুয়ারি সন্দ্বীপ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপে দক্ষিণ চট্টগ্রামের অনেক পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।
এদিকে কেন্দ্রীয় আওয়ামীলীগ থেকে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের কাছে চিঠি দেয়া হয়েছে-পৌর মেয়র প্রার্থীদের নামের তালিকা পাঠানোর জন্য। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।