চিকিৎসার জন্য আজ দুবাই পাঠানো হচ্ছে মোমিনুলকে

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১১:০২ পূর্বাহ্ণ

কদিন আগে ফিল্ডিং করতে গিয়ে আঙ্গুলে আঘাত পান মোমিনুল হক। পরে দেখা যায় সেখানে ফাটল ধরেছে। ফলে চিকিৎসকরা বলছেন অপারেশন করতে হবে। কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াতে গিয়ে অপারেশন করানো সম্ভব নয়। তাই মোমিনুলকে পাঠানো হচ্ছে দুবাইতে। আজ সকালে দুবাই যাবেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যদিও রোববার রাতেই যাওয়ার কথা ছিল তার । কিন্তু ভিসা না পাওয়ায় যাওয়া হয়নি। আজ দুবাই পৌঁছে আগামীকাল যাবেন চিকিৎসকের কাছে। আর ওদিনই অস্ত্রোপচার সেরে ফেলবেন। চিকিৎসকরা যদি বলেন দিন কয়েক সময় লাগবে তাহলে হয়তো সেখানে থাকতে হবে তাকে। মোমিনুল এমনই এক সময় আঙুলে আঘাত পেলেন যখন দরজায় কড়া নাড়ছে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফর। জানুয়ারির মাঝামাঝি অনুষ্ঠেয় এই সিরিজে টেস্ট দলপতিতে শতভাগ ফিট পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আর এর অংশ হিসেবেই তাকে দুবাই পাঠানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪৩.৯১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমাঠে নামছেন আজ মাশরাফি