চন্দনাইশে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রাইভেট কার জব্দ

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ৯:৩৮ অপরাহ্ণ

প্রাইভেট কারে করে ইয়াবা পাচারের সময় চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
আজ সোমবার (৭ ডিসেম্বর) ভোরে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাশিমপুর বড়পাড়া এলাকায় এ অভিযান চালায়।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানার এসআই মো. আবু আফছার ভূঁইয়ার নেতৃত্বে পুলিশদল আজ ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া জামে মসজিদের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে।
এসময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার(নং-ঢাকা-মেট্টো-গ-১৫-৩৪৫২)কে সিগন্যল দিয়ে থামানো হয়। পরে কারটিতে তল্লাশি চালিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কারে থাকা কক্সবাজার জেলার ঈদগাঁও বাঁশঘাটা ইসলামপুর এলাকার মৃত সামশুল ইসলামের পুত্র মো. নুরুল আলম রুবেল (২৩), সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ড কাজীপাড়ার মৃত ইসহাক মিয়ার পুত্র মো. আবুল কাশেম (৩৮), নোয়াখালী জেলার হাতিয়া থানার পশ্চিম সোনাদিয়ার নুরুল হকের পুত্র মো. রাশেদ উদ্দিন (৩৩) এবং কুমিল্লা জেলার লাকসাম থানার নোয়াপাড়া এলাকার মো. বিল্লাল হোসেনের পুত্র মো. হানিফ(৩২)কে গ্রেপ্তার করা হয়।
ইয়াবা বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ৪ জনকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় মাদ্রাসার লাইব্রেরি থেকে অজগর উদ্ধার, পাহাড়ে অবমুক্ত
পরবর্তী নিবন্ধমালিকের সাড়ে ১০ লাখ টাকা নিয়ে পালিয়েও শেষ রক্ষা হলো না ম্যানেজারের