রসিক কাঁদে না, প্রেমিক মরে না
তাঁরা তো প্রেমের মোহনা,
মরে না রে গুণীজন
প্রজন্মতে এই পাওনা,
সত্য সকল সমাগতা
নীরবেতে থাকে না।
বাঁচলো না রে ইয়াজিদ, সীমার
এই মহা অনন্তে,
আসলো না রে মীর জাফর আর
নেত্রসেন’রা প্রান্তে,
তারাই এখন ঘৃণার বচন
এই নাম কেউ রাখে না।
চির অমর হাসান-হোসাইন
সিরাজ-উদ-দৌল্লাহ্ প্রাণান্তে,
এই নাম রাখে আজো
বিশ্ব মানব মমত্বে,
বেঁচে আছে সূর্যসেনের
বেঁচে আছে ক্ষুদিরামের
রক্তঝরা রচনা।
না রহিল ইয়াহিয়া, টিক্কা, ভুট্টো
হানাদারের দোসর,
জিয়ে আছে বীরবর
শেখ মুজিবর,
স্বর্ণ বর্ণে থাকবেন তাঁরা
প্রজন্মতে প্রেরণা।