সুখের নদী

ফাহমিদা ইয়াসমিন | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৯ পূর্বাহ্ণ

সুখের নদীতে যে মাঝি নৌকা বায়
সে তো দুখের সীমানা চেনে না হায়
তার কাছে কষ্ট দূর থেকে দূরের কিছু
আনন্দের পিছনে ছোটে পিছু পিছু।

মনুজলে জমে থাকা নোলাজলের খবর
সুখপাখি কখনো খোঁজেনি বরাবর
তার কাছে গিয়ে মন খোঁজে সুখনদী
দুঃখে নাও ভাসে তবুও আজ নিরবধি।

পূর্ববর্তী নিবন্ধস্মরণ
পরবর্তী নিবন্ধমেঘের আড়াল থেকে এসো তুমি