আসছে মিউজিক ভিডিও ‘ভালো থেকো প্রিয়’

| শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ১০:৪০ পূর্বাহ্ণ

অভিজিৎ বড়ুয়ার কন্ঠে আসছে অমিত ও প্রিয়া অভিনীত নতুন মিউজিক ভিডিও ভালো থেকো প্রিয়। বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্বেও যখন আপনার নিজের ইচ্ছে এবং নিজের আত্মবিশ্বাস অটুট থাকে তখন আপনার শিল্পকে আটকে রাখা সম্ভব হয়না- এই আত্মবিশ্বাস নিয়েই অভিজিৎ বড়ুয়া আসছে নতুন গান নিয়ে। অমিত নাথের লেখায় মৌলিক গান এটি। গানটির সঙ্গীতায়ন ও সুর করেছেন রাহুল মন্ডল। সম্পাদনা করা হয়েছে চট্টগ্রামের বহুল পরিচিত এসজে স্টুডিও হতে। আশা করা যাচ্ছে, এই মাস এবং এর পরের মাসের ভিতরে গানটি অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। অভিজিৎ বড়ুয়া বলেন, আশা করছি আপনারা গানটি শুনবেন এবং ভালো শিল্পকে সহযোগিতা করবেন। আপনাদের সামান্য ক্ষুদ্র শেয়ারের মাধ্যমে যাতে করে আমরা এদেশের শিল্পকে ধরে রাখতে পারি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকঙ্গনার বিরুদ্ধে জাভেদ আখতারের মামলা
পরবর্তী নিবন্ধআকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস