ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফরমান উল্লাহ (৫০) নামে লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিয়া পাড়ার মৃত ছলিম উল্লাহর পুত্র ও চার সন্তানের জনক।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় এক মাস আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন ফরমান উল্লাহ। তিনি ওমানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।