নানা কর্মসূচির মধ্যে দিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে কেক কাটা, মিলাদ, দোয়া মাহফিল, চট্টলবীরের কবর জিয়ারত ও আলোচনা সভার আয়োজর করা হয়। এতে বক্তারা বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী একেবারে তৃণমূল থেকে উঠে এসে বাংলাদেশের রাজনীতিতে তার অবস্থান গড়ে তুলেছিলেন। যে কোনো কঠিন সময়ে তিনি চট্টগ্রামবাসীর পক্ষে দাঁড়াতেন। মানুষের ভালোবাসাই মহিউদ্দিন চৌধুরীকে গণমানুষের নেতায় পরিণত করে।
মহানগর যুবলীগ : সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি চট্টলবীর জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৭৬তম জন্মদিন উপলক্ষে মহানগর যুবলীগের উদ্যোগে বাদ আছর মেয়র গলি চশমাহিল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, নগর যুবলীগের সদস্যবৃন্দ মধ্যে সাইফুল ইসলাম, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, নুরুল আনোয়ার, আসহাব রসুল জাহেদ, নাছের তালুকদার, মইনুল ইসলাম রাজু, আবু বক্কর চৌধুরী, নরুল আলম মিঞা, সনত বড়ুয়া, ইকবাল ইকরাম চৌধুরী স্বামীম, কফিল উদ্দিন, আফতাব উদ্দিন রুবেল।
মহিউদ্দিন চৗধুরী স্মৃতি সংসদ : মহিউদ্দিন চৌধুরীর ৭৬তম জন্মদিন পালন উপলক্ষে আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল দোয়া ও মিলাদ মাহফিল, কবরে পুষ্পমাল্য অর্পণ। বাদ জোহর চশমা হিলস্থ শেখ ফরিদ জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুমের কবরে সুরা ফাতিহা পাঠ ও জিয়ারত করা হয়। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চউক বোর্ড সদস্য এম আর আজিম, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযোদ্ধা জহুর আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দিন চৌধুরী রাজু, নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আলম মিঞা, নগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুল কবির সোহেল, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ফখরুল আলম রিপন, ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহীম, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোবারক আলী প্রমুখ।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ ঃ মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে গতকাল সকালে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ, দোয়া মাহফিলের পরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো চেয়ারম্যান আলহাজ্ব নঈম উদ্দীন আহমেদ চৌধুরী, মহাসচিব মোহাম্মদ ইউনুস, পান্টু লাল সাহা, মেলা পরিষদের যুব স্কোয়াডের আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, আকবর হোসেন, শ্রমিক স্কোয়াডের আবুল হোসেন আবু, আমির হোসেন প্রমুখ।
নগর যুবলীগ: আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে সংক্ষিপ্ত সভা, কবর জেয়ারত, প্রয়াত নেতার পরিবারের সাথে কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মহানগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন রেজাউল করিম কায়সার, আব্দুল আউয়াল, শেখ নাছির আহমেদ, ওয়াহিদ হাসান, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া, সাজ্জাদ আলী খান বাহাদুর, হোসেন সরওয়ার্দী, আশরাফুল গনি, বখতেয়ার ফারুক, এস এম আব্বাস উদ্দিন, দেলোয়ার হোসেন সুমন, রাজিবুল হাসান রাজন, নাজমুল হাসান রুমি, আনিসুর রহমান মামুন, আমিনুল ইসলাম আজাদ প্রমুখ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি পরিষদ চট্টগ্রাম : মহিউদ্দিন চৌধুরীর জন্মদিন উদযাপন উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এহসানুল আজিম লিটনের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি আশিস নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক এসার মুলাজিম লিটন। বক্তারা বলেন অন্ধকারে জ্বলে উঠা আশার আলো অব্যয় অক্ষয় এবিএম মহিউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জসিম উদ্দিন, শহীদ উদ্দিন, দিদারুল আলম, দিদার ফরিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, মর্জিনা আক্তার রশি, নুর আক্তার প্রমা, আমিরুল ইসলাম ও ইমন সরকার প্রমুখ।
মোবাশ্বিরা ফাউন্ডেশন: মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরীর উদ্যোগে এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার চশমাহিলস্থ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- খতমে কোরান, মিলাদ মাহফিল ও কবরে পুষ্পস্তবক অর্পন। এসময় উপস্থিত ছিলেন, এমইএস কলেজের সাবেক ভিপি-ইউনুছ, ১৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাজল প্রিয় বড়ুয়া, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বাস্তুহারা লীগ নেতা জানে আলম, পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবলীগ নেতা এস এম এ কায়েস, মো. আজগর, নুর মোহাম্মদ, পারভেজ হোসেন, মিটু চৌধুরী, আসাদ রুবেল, জাহাঙ্গীর, হাসান জাহেদ, আবদুল্লাহ প্রমুখ।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ: চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে পুস্পস্তবক অর্পন করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মুনির ইসলাম, খন্দকার নাঈমুল আজম, তাইফুল ইসলাম, ইকবাল কায়সার, সোহেল রানা, জাহিদ হাসান সাইমন, আব্দুল্লাহ আল সাইমুন, মিনারুল হক, ইমাম হোসেন, অর্ণব দেব, সাইফুল ইসলাম রাজ, রিয়াজুল ইসলাম শান্ত, জুবায়ের রাব্বি, আকাশ রহমান, জামসেদ উদ্দিন, আরাফাত জয়, সাইফুর রহমান হানিফ, কবিরুল আজম, কায়েস মাহমুদ, আসাদ শহিদ, রবিউল ইসলাম, এস.এম. রোমান, শহিদুল ইসলাম, আজিজুল হাকিম মাসুক, রাজেশ বড়ুয়া, মুস্তফা আমান, সাখাওয়াত হোসেন, ইয়াসিন আরাফাত রিকু, সায়েদ আল জাবের, গোবিন্দ দত্ত, আবু তোরাব, হামিম রাফসান, ফারদিন ফারহান, ফাহিম প্রমুখ।