এপিক প্রপার্টিজের মাসব্যাপী সেলস কার্নিভাল শুরু

ফ্ল্যাট বুকিং দিলেই কিচেন কেবিনেট ফ্রি

| বুধবার , ২ ডিসেম্বর, ২০২০ at ১০:৩০ পূর্বাহ্ণ

এপিক প্রপার্টিজের নির্মানাধীন বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প সমূহকে নিয়ে এপিক ও সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে মাসব্যাপী সেলস কার্নিভাল শুরু হয়েছে। গতকাল থেকে শুরু হওয়া এই কার্নিভালে যে কোন প্রকল্পে ফ্ল্যাট বুকিং দিলেই এপিকের পক্ষ থেকে বিনামূল্যে একটি অত্যাধুনিক কিচেন কেবিনেট দিয়ে সাজিয়ে দেয়া হবে ফ্ল্যাটের পুরো কিচেন। এছাড়া কার্নিভালের আওতায় ফ্ল্যাট কিনতে সিটি ব্যাংকের পক্ষ থেকে লোন প্রসেসিং ফিতে ০.২৫% ছাড়ে দ্রুত লোন প্রাপ্তির বিশেষ সুবিধা দেয়া হবে মাসব্যাপী। কার্নিভাল চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এপিক প্রপার্টিজের পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, নগরীতে নান্দনিক আবাসন প্রকল্প নির্মাণ এবং হস্তান্তরে সবার কাছে আস্থা ও বিশ্বাসের আবাসন কোম্পানি এপিক। চট্টগ্রামের স্বনামধন্য এই আবাসন কোম্পানি সব সময় নগরবাসীকে ফ্ল্যাট কিনতে বিশেষ সুবিধা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবার ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সিটি ব্যাংকের সাথে যৌথ উদ্যোগে বিশেষ সেলস কার্নিভাল শুরু হয়েছে। উল্লেখ্য, নগরীর সবগুলো প্রাইম লোকেশনে রয়েছে এপিকের সুবিশাল এবং বিলাসবহুল সব আবাসন ও বাণিজ্যক প্রকল্প। এর মধ্যে সমপ্রতি নগরীর লালখান বাজারে নির্মাণকাজ শুরু হয়েছে ৩৭ কাঠা ভূমির উপর কনডোমিনিয়াম প্রকল্প এসএএস আরবান ব্রিজ। এর আগে নগরীর সবুজ বেস্টিত ওয়ার সিমেট্রি বাদশা মিয়া রোড সংলগ্ন এলাকায় নির্মাণ কাজ শুরু হয় এপিক ফেরদৌস উইন্ডসর আবাসন প্রকল্পের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরী ছিলেন গণমানুষের নেতা
পরবর্তী নিবন্ধআখতারুজ্জামানকে তৃণমূল কর্মীরা আজীবন স্মরণ রাখবেন