‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে হবে’

| মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৬ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে সংগঠনের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীবের সঞ্চালনায় এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এম এ হাশেম চেয়ারম্যান, সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার, আবু বক্কর, আবু সাদাত মোহাম্মদ সায়েম, আতাউল করিম, এম এ মালেক খান, এস এম কৈয়ম, আলী আকবর, জাফর ইকবাল তালুকদার, এড. রোকনুজ্জামান মুন্না, মো. আবু তাহের, ফয়েজ আহমদ টিপু, সাজ্জাদ হোসেন লিটন, নজরুল ইসলাম টিপু, শাহাদাত তানজু, নবাব মিয়া রকিব, মোহাম্মদ সোলায়মান, ওমর ফারুক প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালের পরাজিত শত্রুরা ক্ষমতায় এসে পাঠ্য পুস্তক থেকে শুরু করে দেশের সকল স্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলে বঙ্গবন্ধুর ইতিহাস ভবিষ্যত প্রজন্মের কাছে লুকায়িত রাখতে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে হবে।

রামপুর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ
রামপুর বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকির বিরুদ্ধে এবং হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে নগরীর বিশ্বরোড থেকে ঈদগাহ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল পরবর্তী ঈদগাঁ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ পাবেল। প্রধান বক্তা ছিলেন রামপুর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুস সবুর লিটন।
বক্তব্য রাখেন মাহবুব আলম, সাইফুর রহমান পলাশ, আওরঙ্গজেব শিবলু, ফারহানা আফরোজ জেনিফার, ফিরোজা বেগম ইমন, হুমায়ুন কবির হিমু, আসাদুজ্জামান বাবু, কামরুল ইসলাম হিরা, তাপস চৌধুরী, মিনহাজ রাব্বি, মোঃ হাসান, মোঃ তাহমিদুল হাসান, সামায়ুদ আবিদ ইমন, আতিকুর রহমান জয়, মোঃ রাসেল প্রমুখ।
কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সাম্প্রদায়িক অপশক্তির অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশক্রমে রোববার বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বরে কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগ এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহেদুর রহমান শাহেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো.ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জুলধা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান রফিক আহম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সভাপতি আবদুল জলিল লিটন, শাহ নেওয়াজ কবির মামুন, সোহেল চৌধুরী, আবদুল মাবুদ বাবুল, ফয়সাল ইমরান, মো. পারভেজ খাঁন, সোহেল হায়দার, আলী আকবর সুজন, মো. ওয়াহেদ, লোকমান তালুকদার, নুরুল আক্তার, কামরুজ্জামান মিন্টু, আলাউদ্দিন, বাবুল আহাম্মদ, মো. রমজান আলী, মহিউদ্দিন তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক মো. লোকমান দয়াল, সোহেল আরমান, খোরশেদ আলম, ডা. আহম্মদ নুর, মিজানুর রহমান, আলী নুর প্রমুখ।

আনোয়ারা উপজেলা যুবলীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিমাণের বিরোধিতার প্রতিবাদে গতকাল সোমবার বিকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে আনোয়ারা উপজেলা যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অনুপম চক্রবর্তী বাবুর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য নিজামুল হক, শফিউল আলম, অ্যাড. আলম, আলী আকবার, জামশেদুল আলম, এরশাদুল আলী সোহেল, মোহাম্মদ জামাল, জালাল উদ্দিন, রাশেদ ও ফোরকান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআউলিয়া কেরামের দেখানো পথই আলোকিত পথ
পরবর্তী নিবন্ধকাশিয়াইশে আ.লীগের মতবিনিময় সভা