সাধারণ মানুষের মত প্রকাশ ও অধিকার বা জনগণের শাসন বলে পরিচিত গণতন্ত্র নামক পদ্ধতিটি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। প্রায় সব দেশেই এর দৈন্যদশা চলছে। গণতন্ত্রের মূল কথা হচ্ছে ‘রুল অব দ্য পিপল’ বা জনগণের শাসন। যেখানে সমঅধিকার, রাজনৈতিক, স্বাধীনতা আইনের শাসন এবং আইনের চোখে সবাই সমান থাকবে। গণতন্ত্রের মূল চেতনা এটি। মুখে গণতন্ত্রের কথা বললেও কাজ করেন উল্টো। পিপলস রুলের ধারে কাছে ঘেষেও না। অথচ সব কিছুতেই জনগণ শব্দটি লাগিয়ে দেন, বলে বেড়ান জনগণ তাদের রায় দিয়েছে জনগণ এ চায় ও চায়। এই করলে জনগণ মানবে না। ওই করলে প্রতিহত করবে। আমরা কাজ করছি জনগণের ভাগ্য উন্নয়ন ও তাদের মুখে হাসি ফোটানোর জন্য। এরকম গাল ভরা বুলি প্রচার করতে থাকেন। আমাদের দেশে শাসক দলের কাছ থেকে এ ধরনের কথা মানুষ সুদীর্ঘকাল ধরেই শুনছে। অন্যদিকে বিরোধী দলে যারা থাকেন ক্ষমতায় যেতে না পেরে তাদের দুঃখের অন্ত থাকে না যে ক্ষমতাসীন এবং বিরোধী দলের রাজনীতির এ ধারা দেখে একজন সাধারণ মানুষেরও বুঝতে অসুবিধা হয় না। তাদের উভয়ের লক্ষ্যই ক্ষমতাসীন হওয়া।
– এম.এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।