দ. জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের মাস্ক বিতরণ

| সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১০:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে মইজ্জারটেকস্থ আখতারুজ্জামান চত্বরে গত ২৮ নভেম্বর দক্ষিণ চট্টগ্রামে উপজেলা পর্যায়ে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ। তিনি বলেন, বিশ্বে করোনার দ্বিতীয় দফা সংক্রমন শুরু হয়েছে। করোনার হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য সরকার ঘোষিত মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য হয়ে পড়েছে। তিনি সমাজের বিত্তবান এবং বিভিন্ন সংগঠনের প্রতি এরকম মহৎ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক সুরেশ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সদস্য মো. হানিফুল ইসলাম চৌধুরী, আমিন চৌধুরী, গোলাম রহমান, মো. সাইফুল ইসলাম, মাহফুজ খান, মাসুমা কামাল আঁখি, আকরাম বাবুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগুণগত বা মানসম্পন্ন শিক্ষা এবং টেকসই উন্নয়ন
পরবর্তী নিবন্ধআহলে সুন্নাত ওয়াল জামাআত বন্দর থানার প্রতিনিধি সম্মেলন