সীতাকুণ্ডে মরহুম বদিউল আলম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন হয় গোলাবাড়িয়া ফুটবল ক্লাব। তারা ১-০ গোলে বাঁশবাড়িয়া ফুটবল একাদশকে হারিয়ে এ গৌরব অর্জন করে। টুর্নামেন্টের আহ্বায়ক মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া বাকের। উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সভাপতি লায়ন গিয়াস উদ্দিন, ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর দিদারুল আলম এপোলো, মাকসুদুল আলম, লায়ন আলী আকবর জাসেদ, মোহাম্মদ বেলাল হোসেন, উপজেলা ক্রিকেট কমিটির সভাপতি ইকবাল হোসেন টিপু, সাধারণ সম্পাদক ফজলে এলাহী পায়েল, শাওন চৌধুরী প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন অতিথিরা।