ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে গতকাল শুক্রবার গণসমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম। ইউনিয়নের চট্টগ্রাম জেলা সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এক চরম ক্রান্তিলগ্ন পার করছে। ধর্ষণ ও বিচার বর্হিভূত হত্যা যেন নিয়মিত ঘটনাতে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শুধু মৃত্যুদণ্ড দিয়ে দেশে নিপীড়ন বন্ধ হবে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সচেতনতা বাড়াতে হবে। সভায় বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি ধীষণ প্রদীপ চাকমা, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স, রাশেদ শাহরিয়ার, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্পাদক সুনছু চাকমা ও আরিফ মঈনুদ্দিন। উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট নগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি দীপা মজুমদার কলি কায়েস, ছাত্র ফ্রন্ট নগরের সংগঠক এ্যানি চৌধুরী। সভা সঞ্চালনা করেন ছাত্র ফ্রন্ট নগরের সভাপতি রায়হান উদ্দিন।