চন্দ্রঘোনায় অটোরিকশা উল্টে কলেজ ছাত্রী নিহত

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ১০:৪৭ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় রুবানা চাকমা (১৮) নামে একজন কলেজ ছাত্রী নিহত হয়েছেন। নিহত রুবনা রাজস্থলী কলেজের ছাত্রী এবং তার বাড়ি বিলাইছড়ি উপজেলায় বলে জানা গেছে। দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) সফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্রী রুবানাসহ কয়েকজন যাত্রী একটি অটোরিকশায় চড়ে রাইখালী যাচ্ছিলেন। পথে কারিগরপাড়া সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রুবানা মৃত্যুবরণ করেন। ওই দুর্ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত চন্দ্রঘোনা থানায় মামলা হয়নি বলেও ওসি (তদন্ত) জানান।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
পরবর্তী নিবন্ধসদরঘাট থানা স্বেচ্ছাসেবক লীগের মাস্ক বিতরণ