হকি কেন্দ্র আয়োজিত স্কুল হকি লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মিউনিসিপ্যালকে ৪-২ গোলে পরাজিত করে জে.এম.সেন স্কুল। বিজয়ী দলের পক্ষে দোদুল, অন্তর, রকি ও রাজিব প্রত্যেকে ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে দুটি গোল পরিশোধ করেন প্রিতম ও কামরুল। এদিকে প্রথম পর্বে ৩ খেলা শেষে জে.এম.সেন এর ৯ পয়েন্ট, মিউনিসিপ্যাল এর ৬ পয়েন্ট এবং হাতেখড়ি ৩ পয়েন্ট অর্জন করে শিরোপা নির্ধারনী সুপার থ্রী পর্বে খেলবে আগামী ২৬ নভেম্বর থেকে। ম্যাচসেরা খেলোয়াড় রকি দাশকে ক্রেস্ট প্রদান করেন জেলার সাবেক হকি খেলোয়াড় গোলাম সরোয়ার পলিন। প্রেস বিজ্ঞপ্তি।