বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ শুরু ২ ডিসেম্বর

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১০:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাকটাকরো চ্যাম্পিয়নশীপের চট্টগ্রাম আঞ্চলিক প্রতিযোগিতা আগামী ২ ডিসেম্বর থেকে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে শুরু হতে যাচ্ছে। সিজেকেএস সেপাক টাকরো কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান নোমান আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একটি সাংগঠনিক কমিটি ও সম্ভাব্য বাজেট অনুমোদন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আ.ন.ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস সেপাক টাকরো কমিটির ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ চৌধুরী, মো. লুৎফুল করিম সোহেল, যুগ্ম সম্পাদক সাইফুল্যা মুনির, ফজল রব্বান সুইট, সদস্য মাসুদুল ইসলাম, আল মামুনুল করিম প্রমূখ। উল্লেখ্য, উক্ত চ্যাম্পিয়নশীপে ৮টি দল অংশগ্রহণ করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২২.৪২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধস্কুল হকি লিগে জে.এম.সেন হারালো মিউনিসিপ্যালকে