বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা বাংলাবাজার-খাটখালী শহীদ বদিউল আলম সড়কের কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে গন্ডামারা ইউনিয়ন পূর্ব বড়ঘোনা এলাকার বাংলাবাজার ব্রিজের পশ্চিম পার্শ্বে (বাংলাবাজার-খাটখালী) শহীদ বদিউল আলম সড়কের ১৫শ মিটার বিসি কাজের উদ্বোধন করেন বাঁশখালী সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। গন্ডামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শামশুল আলম সিদ্দীকির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, বাহারচড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, গন্ডামারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক শিহাবুল হক সিকদার, মিজান সিকদার, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা নাঈমুদ্দীন মাহফুজ, উপজেলা ওলামা লীগের সভাপতি আক্তার হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, ‘এই সড়ক এখানকার মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। তিনি গ্রামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক। ইতোমধ্যে বাঁশখালীতে হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। চলমান রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বেড়িবাঁধ নির্মাণের কাজ। এসব কাজ শেষ হলে উপকূলীয় এই উপজেলার চেহারা পাল্টে যাবে।’ পরে ফলক উন্মোচন করে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি।