পবিত্র ঈদ-এ-মিল্লাদুন্নবী (সা:) ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে কোরবানীগঞ্জস্থ সাহেব পুকুর লেন যুব কমিটির উদ্যোগে দিনব্যাপি খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়। এরপর বাদ এশা কোরবানীগঞ্জ জামে মসজিদের খতিব হযরত মাওলানা ফয়েজ আহম্মদ নূরানী মাহফিল পরিচালনা করেন। মাহফিলে তিনি মুসল্লিদের উদ্দেশে বলেন, রাসুল (সা:) এর আদর্শে যুবকদের অনুপ্রাণিত হতে হবে।বিশ্বমানবতার মহান দূত সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব হযরত মুহাম্মদ (সা:) অন্ধকার যুগের অন্যায়, অনাচার প্রতিরোধ করতে সৎ, সাহসী, প্রতিবাদী যুবকদের নিয়ে যুব সংগঠন গঠন করেছিলেন। ঠিক সেই মনোভাব নিয়ে এলাকার যুবকরা সংগঠিত হয়ে মহানবীর(সা:) আদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করছেন। তিনি আরো বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি একটি সুন্দর সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ঠ। তাই মাদকের শেকড় চিরতরে নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সজাগ থাকার তাগিদ দেন। মাহফিলে সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর সাহেবপুকুর লেইন যুব কমিটির প্রধান উপদেষ্টা চৌধুরী হাসান মাহমুদ হাসনির সুস্থতা কামনা ও করোনা থেকে বাংলাদেশসহ বিশ্বের মানুষের মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে সমাজ কল্যাণে নিবেদিত প্রাণ যুবকদের উত্তরোত্তর সাফল্য কামানা করা হয়। মাহফিলে দেশ ও মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে দিনব্যাপি কর্মসূচি সমাপ্ত হয়। এরপর তবারুক বিতরণ করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান ও কমিটির উপদেষ্টা আলহাজ পেয়ার মোহাম্মদ, কুতুব উদ্দীন সেলিম, মো. ইকবাল, আবুল কালাম, নূর ইসলাম, হান্নান, লেদু মুন্সি, গিয়াস উদ্দীন দিদার, আবু বক্কর, মো. ওয়াসিম, মো. শাহজাহান, রিজওয়ান খান রনি, সালাউদ্দীন সুমন, মো. সোহেল, মো. মহসিন, মো. এজাজ, দেলোয়ার, দিদার, মো. জনি, আব্দুল মন্নান, মো. আজাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি