নগরীতে মাস্ক না পরায় ৮০ জনকে জরিমানা গুণতে হয়েছে। গতকাল সোমবার নগরীর বেশ কয়েকটি স্পটে জেলা প্রশাসনের ৫ ম্যাজিস্ট্রেটের অভিযানে তাদেরকে ২২ হাজার ৫৪০ টাকা জরিমানা দিতে হয়েছে। নগরীর নতুন ব্রিজ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর, অলঙ্কার, দেওয়ানহাট ও কোতোয়ালী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম, রেল স্টেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন, অঙিজেন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এবং সিআরবি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী অভিযানে নেতৃত্ব দেন।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরায় ১০ মামলায় ১১ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর। নগরীর অলঙ্কার, দেওয়ানহাট ও কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৩১ মামলায় ৩৪ জনকে ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। নগরীর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ মামলায় ১৮ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।
অন্যদিকে বিকেলে নগরীর অঙিজেন এলাকায় অভিযান চালিয়ে ১০ মামলায় ১০ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এবং নগরীর সিআরবি এলাকায় ৭ মামলায় ৭ জনকে ৫৪০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী।