২৫ বছরে পদার্পণে আহরণের ভার্চুয়াল মিটিং

| রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৯:১৬ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশন উন্নয়ন স্ব-উদ্যোগ কার্যক্রমের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে গত ১৯ নভেম্বর ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। দুই পর্বের অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় ছিল মুন্‌তাহেনা তারান্নুম সাচী, আবরার ফায়াজ, চৌধুরী ইয়াসার ওয়াজীহ্‌, ফিদা নুসহাত হুদা, মুন্‌তাসির মাহমুদ ফাহিম, মুনতাকির ইউসুফ নাফিজ, মাহাদিয়া হাসান, মৃত্তিকা চক্রবর্তী, মারুফা আদিবা, মুহাম্মদ তামজিদ হোসেন, জাহানারা সানজিদ সিলভিয়া ও আদিবা আফরিন চৌধুরী।
দ্বিতীয় পর্বে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন সুপ্রিয়া চৌধুরী। আহরণের প্রধান পৃষ্ঠপোষক সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্র চবির পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিজ্ঞান বক্তা আসিফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. গাজী গোলাম মাওলা ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মশহুদ-উজ্জামান। বক্তব্য রাখেন মকবুল আহমেদ, আতিক আনোয়ার চৌধুরী, জনার্দন কুমার বনিক, ড. আবদুল্লাহ্‌ আল মাহবুব ও শরীফ মাহমুদ সিদ্দিকী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন নৌ প্রকৌশলী মোহাম্মদ নাজমুস সাকিব ও আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহ্‌সানুল করিম। আয়োজন ছিলেন চৌধুরী হায়াত মুন্‌তাসির ও অভিষেক দাশ সম্রাট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধনাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি স্থাপন