মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প জোনের একটি শিল্প প্রতিষ্ঠানে দায়িত্বরত ট্রাক চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তার নাম মো. হাসান ( ৩৪)। বাড়ি ভোলা জেলায়। তার পিতার নাম মো. খুরশিদ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো একটি পরিত্যক্ত কন্টেইনারে দুপুরের খাবার খেতে যায় হাসান। সেখান থেকে আর বের হচ্ছে না দেখে অন্যরা খুঁজতে গিয়ে দেখে সে পড়ে আছে। কিন্তু ঘটনার ৬ ঘন্টা পর রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন। ড. মাহমুদ বলেন, বৈদ্যুতিক শকে হাসানের মৃত্যু হয়েছে। প্রকৃতপক্ষে কিভাবে মৃত্যুবরণ করেছে এলাকার অনেকেই এ নিয়ে নানা কথা বলেছেন। ঘটনার সাথে সাথে কেন তাকে হাসপাতালে নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি নুর হোসাইন মামুন বলেন, মৃতদেহ পোস্টমর্টেম করতে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।