পাঠ্যবইকেন্দ্রিক শিক্ষা শিশুদের বিকাশের জন্য যথেষ্ট নয়। কারণ, শিশুরা অনেক কিছু হওয়ার জন্য স্বপ্ন দেখে। তাদের কেউ ক্রিকেটার, কেউ শিল্পী বা কেউ লেখক, কবি বা অ্যাথলেট হতে চায়। তাই তাদের পছন্দ অনুযায়ী তাদের জীবন গঠনে সহযোগিতা দেওয়া সমাজের দায়িত্ব। শিশুদের উন্নয়নের লক্ষ্যে যথাযথ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজন। শিশুর স্বাভাবিক বিকাশ যেন বিঘ্নিত না হয়। কেননা, আজকের শিশুরাই হবে আগামী প্রজন্মের মহানায়ক। আমাদের শিশুরা অনেক বড় হবে। উত্তর প্রজন্মের জন্য এ স্বপ্ন কমবেশি সবাই দেখে। ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’, শিশু স্বপ্ন দেখে। কিন্তু এই স্বপ্নকে বিকশিত করতে প্রয়োজন উপযোগিতার। সেই উপযোগিতার কথা মাথায় রেখে গত বছরের ২০ নভেম্বর দেশের অন্যতম রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সিপিডিএল জামাল খান এলাকায় শিশুদের জন্য প্রতিষ্ঠা করে বুবু ওয়ার্ল্ড। শিশুর মনন বিকাশে ইতিবাচক ভূমিকা পালন এবং বিনোদনে সৃজনশীলতার স্বাক্ষর রেখে এটি চালু হয়। যাকে বলা যেতে পারে শিশুদের জন্য বাংলাদেশের প্রথম সামাজিক ক্লাব বুবু ওয়ার্ল্ড। এখানে শিশুদের জন্য চমকপ্রদ গেম জোন থেকে শুরু করে তাদের সাথে অভিভাবকদের জন্য রয়েছে রেস্টুরেন্টসহ নানা আয়োজন। সেবা প্রদানে সর্বোচ্চ মান বজায় রেখে স্বাস্থ্যবিধি যথাযথ প্রয়োগের কারণে বুবু ওয়ার্ল্ড শিশুসহ সকলের প্রধান পছন্দের ঠিকানা হয়ে উঠছে।
গতকাল শুক্রবার বিশ্ব শিশু দিবসের সাথে পালিত হল বুবুর বর্ষপূর্তিতে মাতি ফূর্তিতে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা আয়োজনের উদ্বোধনী দিনে শিশুদের নিয়ে কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপনের সূচনা করেন সিপিডিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইফতেখার হোসেন। তিনি বলেন, শিশুর মনন বিকাশে অনন্য ভূমিকা রাখতে সক্ষম। তিনি বিশ্বজুড়ে বিদ্যমান পরিস্থিতির কথা উল্লেখ করে শিশুদের জন্য একটা যথাযথ বিনোদন স্থানের গুরুত্বের কথা তুলে ধরেন। বুবু ওয়ার্ল্ড সময়ের সাথে চট্টগ্রামসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে তাদের সেবা ছড়িয়ে দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনের আজ দ্বিতীয় দিন শনিবার সকাল ১১ টায় রয়েছে উন্মুক্ত শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। তৃতীয় দিন রয়েছে শিশুদের জন্য আকর্ষণীয় ফেস পেইল্টিং, চতুর্থ দিন মজার গল্প বলার আসর, পঞ্চম দিন উদ্বোধন করা হবে শিশুদের জন্য বুক কর্নার ও চলচ্চিত্র প্রদর্শনী, ষষ্ঠ দিন ক্র্যাফটিং ও পোর্ট্রেট স্কেচ। আর শেষ দিন রয়েছে জনপ্রিয় যাদুশিল্পী রাজীব বসাকের জাদু প্রদর্শনী। সবাই মিলে মজাদার কিছুদিন পূর্তিতে কাটবে বুবুর সাথে। শিশুরা স্বপ্নের রঙিন ডানা মেলতে পারবে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বুবু ওয়ার্ল্ড প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।