সাইনোসাইটিস প্রদাহ বারোমাসি নিকটজন
তবুও-
মনঘরে সঞ্চয় করি জোর, আল্পস্ পর্বতে বরফ কুঁড়াব বলে
তবে হিমালয় যেন না জানে চুপি চুপি একদম।
রুদ্র ভেবো না আবার অকালে চলে যাব
এতটা ভালোবাসা আনে বুকের ভেতর বিয়োগ ভয়।
খোয়াব ঘরে আসি যদি সীমার প্রাচীর ভেঙে
সঙ্গে আনিব স্বাদের আল্পস্ আইসক্রীম
আর তুমি উৎফুল্ল মনে চুষিও নাবালিকার মত
চা-ঠোঁটে স্বাদ ছুঁয়ে শুধু তোমাকে দেখিব সুজন-
এক নজরে।