কোনো কিছু আশা করি না

কামরুন ঋজু | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ১১:২৮ পূর্বাহ্ণ

সবকিছু নিমেষেই শেষ হয়ে যায়।
এবং তা কখনও এতো ভয়ঙ্কর হয়,
ভাবাই যায় না!

কোন কিছু আশা করি না,
সুন্দরের স্বপ্ন দেখি না আর,
পাছে স্বপ্ন ভাঙার কষ্ট বয়ে বেড়াতে হয়।
তারপরও —-
আশা-নিরাশার নিরন্তর দোলায় পথ চলা —
দেখি আশার-কুঁড়িদের নির্মম ঝরে পড়া!
দুর্ঘটনার বিভীষিকা সবখানে,
স্বপ্ন-আশার অকাল বিনাশ
হাহাকার ছড়ায় জীবনের বিস্তীর্ণ পথে।

পূর্ববর্তী নিবন্ধচিত
পরবর্তী নিবন্ধখোয়াবঘরে