ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ১১:১৯ পূর্বাহ্ণ

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মেয়াদের শেষ সময়ে এসে বুধবার এ নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। মোট ১০ জন ব্যক্তি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিয়ন্ত্রিত একটি ফাউন্ডেশন সংশ্লিষ্ট ৫০টি প্রতিষ্ঠানকে এবারের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এর মধ্যে জ্বালানি, খনিজ এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানও রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। বুধবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় নতুন এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীও এবারের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ বাছাই খেলতে কাতার গেল বাংলাদেশ ফুটবল দল
পরবর্তী নিবন্ধসংবিধান সংশোধন প্রশ্নে থাইল্যান্ডের পার্লামেন্টে ভোট