তামিমের লাহোরের প্রতিপক্ষ করাচি

পিএসএলের ফাইনাল আজ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ১০:০৪ পূর্বাহ্ণ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ফাইনাল আজ। এ বছরের শুরুর দিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকলে চারটি ম্যাচ বাকি থাকতেই স্থগিত করা হয়েছিল পিএসএল এর এবারের আসর। অবশেষে সে চারটি ম্যাচের তিনটি সম্পন্ন হয়েছে এরই মধ্যে। এখন বাকি ফাইনাল। যা অনুষ্ঠিত হবে আজ। করাটি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে তামিমের দল লাহোরের প্রতিপক্ষ করাচি কিংস। দুই দলের সামনেই টুর্নামেন্টে প্রথম শিরোপার হাতছানি। এদিকে কোয়ালিফায়ার ২ এর ম্যাচেও ব্যাটে ঝড় তুলে নিজ দল লাহোর কালান্দার্সকে ফাইনালে তুলে এনেছেন তামিম ইকবাল। তবে তামিম খুব বেশি বড় করতে পারেননি তার ইনিংস। তারপরও মুলতান সুলতানকে ২৫ রানে হারিয়ে পিএসএলের ফাইনালে জায়গা করে নিয়েছে লাহোর কালান্দার্স। আগে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন তামিম ইকবাল।
মাত্র ১৯ বলে ৫টি চারের সাহায্যে ৩০ রান করেন। শেষ পর্যন্ত ১৮২ রান সংগ্রহ করে লাহোরের দলটি। জবাবে ব্যাট করতে নেমে মুলতান সুলতান থামে ১৫৭ রানে। ফলে ২৫ রানের জয়ে ফাইনালে নাম লেখায় লাহোর কালান্দার্স। এখন করাচি কিংসকে হারাতে পারলেই তামিমের দল প্রথমবারের মত জিতে নেবে পিএসএলের শিরোপা।

পূর্ববর্তী নিবন্ধসাবেক কাউন্সিলরের এফডিআর জব্দ, মেয়রপুত্রকে তলব
পরবর্তী নিবন্ধসাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর ইন্তেকাল