ঢাকার বিভিন্নস্থানে বাসে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ বিক্ষোভ সমাবেশ করেছে । গত রোববার নগরীর এম এ আজিজ স্টেডিয়াম থেকে মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ করে তারা। সংগঠনের সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. মোজাম্মেল হক চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক জাফর আহমেদ চৌধুরীর নেতৃত্বে মিছিলে উপস্থিতি ছিলেন যুগ্ম আহবায়ক হাজী মোঃ কামরুল হুদা চৌধুরী, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নিজাম উদ্দিন, সরোয়ার জাহান চৌধুরী, জসিম উদ্দিন, মহিদুল ইসলাম স্বপন, এন এইচ শাহেদী রিপন, আলী রেজা, মহিউদ্দিন আজিজী, ইন্তেখাব আলম, রেদোয়ান, অমল দাশ, আলহাজ্ব জাফর আহমেদ, জাহিদুল ইসলাম, এম এ আনিস, দিদার মির্জা, নুরুল কবির বাবুল, নুরুল আলম রানা, রুবেল গুপ্ত, বাদশা মেম্বার, আইন উদ্দিন টিপু মেম্বার, ডা. একরামুল হক একরাম প্রমুখ। সমাবেশে বক্তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে কোন পাঁয়তারার বিরুদ্ধে সজাগ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।