বাংলাদেশ আওয়ামী যুবলীগে গত কমিটির এবং তার আগের কমিটির দুই মেয়াদে প্রেসিডিয়াম সদস্য ছিলেন আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। কিন্ত গত ১৪ নভেম্বর ঘোষিত কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে চট্টগ্রাম মহানগর থেকে কাউকে কোনো পদে না রাখাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি। এই ব্যাপারে বাচ্চু বলেন, আমি দুই মেয়াদে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলাম। যুবলীগের এবারের কমিটিতে আমাদের থেকে কোনো সাজেশান্স নেয়া হয়নি। এবার মাননীয় প্রধানমন্ত্রী নিজে দেখেশুনে কমিটি করেছেন। তবে চট্টগ্রাম মহানগর থেকে প্রতিনিধি থাকাটা প্রয়োজন ছিল বলে মনে করি। এই অঞ্চলের রাজনীতির প্রাণকেন্দ্র হলো চট্টগ্রাম মহানগর। অথচ চট্টগ্রাম মহানগরীতে কেন্দ্রীয় যুবলীগের কোনো প্রতিনিধি নেই। এটা দুঃখজনক। হয়তো কোনো কারণ বাদ পড়তে পারেন।
মহানগরের বাহির থেকে অনেকেই স্থান পেয়েছেন। তারা নিশ্চয়ই যোগ্য। তাদের যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তবে মহানগর থেকে গুরুত্বপূর্ণ পদে প্রতিনিধি থাকা দরকার ছিল। এখনো প্রেসিডিয়ামসহ কার্যকারী কমিটির বেশ কিছু পদ খালি আছে। আমি মনে করি মহানগর রাজনীতির গুরুত্ব অনুধাবন করে প্রেসিডিয়ামসহ কার্যাকারী কমিটির খালি পদে যোগ্যতার ভিত্তিতে দুয়েকজনকে নিতে পারেন এবং রাখা উচিত।