রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসাবে গরীব ও দুস্থ নারীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা পরিষদের বাস্তবায়নে সেলাই মেশিনসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর ফলে আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে দেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে।
গতকাল রোববার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙামাটির বিভিন্ন এলাকার ৪৩ জন দুস্থ ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন, রাঙামাটি জেলা বঙ্গবন্ধু তথ্য ও গবেষণা কেন্দ্রকে ১টি কম্পিউটার সেট, শহরের আসাম বস্তি নারিকেল বাগান জামে মসজিদে স্টিল খাটিয়া, পৌর এলাকার ৩০টি মসজিদে মরদেহ ধোয়ার গিলাব এবং ইয়াং রাঙামাটি স্পোর্টিং ক্লাবকে ১টি পেডেল স্ট্যান্ড ফ্যান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এসব কথা বলেন। জেলা পরিষদ সদস্য মনোয়ার আক্তার জাহানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, অংসুই প্রু চৌধুরী, শান্তনা তংচঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার প্রমুখ।