হাটহাজারীর ফতেয়াবাদে শ্রী শ্রী মগধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোর মন্দিরের দানবঙ ভেঙে তাতে রক্ষিত নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া মন্দিরের ভেতরের বিভিন্ন সরঞ্জাম তছনছ করে চোরের দল। গত শনিবার রাতের কোনো একসময় মন্দিরের পেছনের দরজা ভেঙে এ চুরির ঘটনা ঘটে।
হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চুরির ঘটনা গণমাধ্যমে নিশ্চিত করে বিষয়টি থানা পুরিশকে অবহিত করা হয়েছে বলে জানান।