প্রেমের পাল

শ্রীধর দত্ত | রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ১০:১৫ পূর্বাহ্ণ

জীবন নদীর সুপ্ত হৃদয় ছুঁয়েছে অনেক হৃদয়কে,
বলা হয়নি হৃদয়ের কথা,স্পর্শ করা হয়নি হৃদয়কে।
ভালো লাগলে কি ছুঁতে হবে
আর ভালোবাসলেই যে পেতে হবে।
এমন তো কথা নেই ?
ক্ষণে ক্ষণে দখিনা হাওয়ায়
এ হৃদয়ে লেগেছিল প্রেমের পাল।
কখনো এই ঘাটে কখনো ঐ ঘাটে ভিড়েছে।

জীবন নদীর ঘাটে ঘাটে মনের পাখি
উড়াল দেয় দূর আকাশে।
মনের অগোচরে করেছি প্রেম
পাল তুলেছি নৌকায় হতে পারেনি প্রেমিক।
সুখে-দুঃখে কুশলে একাকিত্বে জেগে উঠে প্রেম।
হৃদয়ের শ্বাসে প্রশ্বাসে এখনো আমি করি প্রেম।

পূর্ববর্তী নিবন্ধছোট্টপাখি নাম জোনাকি
পরবর্তী নিবন্ধছদ্মবেশ